ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Unicef Health Project Job Circular 2024

ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Unicef Health Project Job Circular 2024): ১১৯৪ পদে ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে নিয়োগ প্রকাশ হয়েছে। শিক্ষাগত যোগ্যতাই ও অভিজ্ঞতাই যাদের এই সার্কুলারের মিল আছে তারা বাংলাদেশের সকল গ্রাম বা যেকোন জেলা থেকে আবেদন (Application) করতে পারবে।

ইতোমধ্যে ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্প চাকরির আবেদন জমা (Application Form) নেওয়া শুরু করেছে। ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে চাকরির আবেদন চলবে ০৪ জানুয়ারি ২০২৪ ইং পর্যন্ত।

ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্প নির্দিষ্ট সময়ের পর চাকরির আবেদন গ্রহণ করবেন না। তাই সকলকে নির্দিষ্ট সময়ে সকল নির্দেশনা (Application Rules) মেনে আবেদন পত্র প্রেরণ করতে হবে। আরেকটা ভালো সংবাদ হচ্ছে এ চাকরিতে আবেদনের জন্য কোন আবেদন ফি (Application Fee) প্রদান করতে হবে না।

সম্পূর্ণ আর্টিকেল পড়ে ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে নিয়োগ ২০২৪ সম্পর্কে বিস্তারিত জানুন।

এখানে ইউনিসেফ এর সকল সার্কুলার একসাথে দেখতে পাবেন। এখানে ইউনিসেফ এর সকল চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেমন: ইউনিসেফ নারী ও শিশু নিয়োগ বিজ্ঞপ্তি 2024, ইউনিসেফ স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি, ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগসহ সকল বিজ্ঞপ্তি।

ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে নিয়োগ ২০২৪

বাংলাদেশ থেকে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন জনবল ইউনিসেফ তাদের সংস্থা তে যুক্ত করার উদ্দেশ্যে এ সার্কুলার অনলাইনে সারা বাংলাদেশের জন্য প্রকাশ করেছে। ছেলে ও মেয়ে (Male & Female) উভয় সার্কুলারে যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন পদে আবেদন করতে পারবে।

ইউনিসেফ বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ অনেকগুলো শূন্য পদ থাকায় ইউনিসেফ চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই যাদের যোগ্যতা ও অভিজ্ঞতা আছে এই সার্কুলার আবেদন করার তাদের অবহেলা না করে সকলকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো উচিত।

ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

নিচে হতে ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে নিয়োগ ২০২৪ এর পদের নাম, লোকসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সহ সকল দরকারি তথ্য দেখে নিন।

সিরিয়াল নাম্বারপদের নামশূন্য পদ
০১উপজেলা অফিসার৯৮ জন
০২ইউনিট অফিসার১১০ জন
০৩কমিউনিটি ম্যানেজার১৩৮ জন
০৪পরিবার পরিকল্পনা পরিদর্শক১৪৮ জন
০৫কর্মসূচি সংগঠক১৬০ জন
০৬অফিস সহকারী১৫০ জন
০৭ইউনিয়ন পরিদর্শক১৭৭ জন
০৮স্বাস্থ্য কর্মকর্তা২১০ জন
মোট: ০৮ ক্যাটাগরিমোট: ১১৯০

ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে  চাকরির শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএ বা সমমান পাস অথবা কোন স্বীকৃত বোর্ড থেকে এসএসসি (SSC Pass), এসএসসি পাস (HSC Pass) হতে হবে ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ ২০২৪ এ আবেদন করতে চাইলে।

Unicef Health Project Job Circular 2024

সংস্থার নামইউনিসেফ স্বাস্থ্য প্রকল্প।
সংস্কার ক্যাটাগরিএনজিও। (NGO)
প্রকাশ০১ জানুয়ারি ২০২৪ ইং।
মোট সার্কুলার সংখ্যা০১টি চলমান। (Running)
চাকরির পদের ক্যাটাগরি০৮টি।
মোট লোক সংখ্যা১১৯৪ জন।
জব ক্যাটাগরিএনজিও সংস্থা।
শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয়তাSSC, HSC, Graduate/Post Graduate পাস হতে হবে।
অভিজ্ঞতা প্রয়োজনীয়তালাগবেনা।
আবেদনের জেলাসকল জেলা (All District)
মাসিক সেলারি১৯,৫০০/- হতে ৩১,৭৫০/- টাকা
আবেদন ফরম জমা দেওয়ার পদ্ধতিসরাসরি/পোস্ট অফিসের মাধ্যমে
আবেদন শুরু০১ জানুয়ারি ২০২৪ ইং।
আবেদন শেষ০৪ জানুয়ারি ২০২৪ ইং।
আবেদনের ওয়েবসাইটhttps://www.unicef.org
কর্তৃপক্ষের ওয়েবসাইটhttps://www.unicef.org/bangladesh/

ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে নিয়োগ ২০২৪ ইমেজ

চাকরির আবেদনের গুরুত্বপূর্ণ সকল বিষয় জানার জন্য ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্প নিয়োগ ২০২৪ সার্কুলার অফিশিয়াল ইমেজ দেখতে হবে। এর মধ্যে চাকরির আবেদনের বয়সসীমা, আবেদন করার পদ্ধতি, লিঙ্গ, আবেদনের ঠিকানা সহ সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য লিখা আছে। দয়া করে ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ ২০২৪ এর সকল তথ্য জানতে নিচের সার্কুলার ইমেজ মনোযোগ দিয়ে পড়ুন।

সার্কুলার প্রকাশ হয়েছে অনলাইনে।

আবেদন করতে হবে ০৪ জানুয়ারি ২০২৪ ইং তারিখের মধ্যে।

ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে নিয়োগ ২০২৪ PDF

এছাড়াও ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে চাকরি করতে আগ্রহী ব্যক্তিদের উদ্দেশ্যে আমরা ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর পিডিএফ ফাইল প্রকাশ করেছি। যা থেকে খুব সহজেই আপনি এই সার্কুলার এর সকল তথ্য পিডিএফ ফাইলে পরিষ্কার ভাবে দেখতে পাবেন।

পিডিএফ ফাইল ডাউনলোড করুন।

আরো ভালো সার্কুলার গুলো দেখুন।



ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে চাকরিতে আবেদনের নিয়ম

আপনাকে অবশ্যই ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্প চাকরির আবেদন করতে কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট থেকে চাকরির আবেদনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে হবে। তারপর সেটি সঠিকভাবে পূরণ করে নিচের দেওয়ার নিয়ম অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।

  • সবার আগে আপনাকে অবশ্যই https://www.unicef.org/bangladesh প্রবেশ করতে হবে।
  • তারপর নোটিশ বোর্ড থেকে চাকরির আবেদন পিডিএফ ফাইল সংগ্রহ করতে হবে।
  • সঠিক তথ্য দিয়ে ভরাট করতে হবে।
  • তারপর সঠিক তথ্য দিয়ে কর্তৃপক্ষ ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে  প্রেরণ করতে হবে।

কর্তৃপক্ষের ঠিকানা হচ্ছে ইউনিসেফ বাংলাদেশ ইউনিসেফ হাউজ, প্লট ই-৩০ সৈয়দ মাহবুব মোর্শেদ এভিনিউ শের-ই-বাংলা নগর, ঢাকা ১২০৭ বাংলাদেশ।


মনে রাখুন: অবশ্যই আপনাকে জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধনে বা ন্যাশনাল আইডি কার্ডে যে তথ্য রয়েছে এই সকল তথ্য দিয়ে সেই সকল তথ্য দিয়ে চাকরির আবেদন ফরম পূরণ করতে হবে। কোনভাবে আবেদন ফরমে (Application Form) কোন ভুল তথ্য দেয়া যাবে না।


প্রত্যেকদিন বাংলাদেশের এনজিও, সরকারি, প্রাইভেট চাকরির সকল আপডেট খবর দেখতে https://paprinews.com ফলো করুন। Papri News সব সময় প্রকৃত সংবাদ ও আপডেট খবর বাংলাদেশের জনতার মাঝে প্রকাশ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top